Tuesday, January 1, 2019

২০১৯ বার ঠান্ডা জলে ডুব দিয়ে নববর্ষকে স্বাগত জানালো যুবক

সংগৃহীত
নতুন বছরকে স্বাগত জানাতে কনকনে ঠান্ডা জলে ডুব। এক বার কিংবা দু’বার নয়, নতুন বছরের সঙ্গে সাযুজ্য রেখে ২০১৯ বার। যুবকের এমন অবাক কাণ্ড রীতিমতো শোরগোল ফেলেছে রাজ্য জুড়ে। বর্ষপূর্তির অভিনব উদ্‌যাপন আপাতত চর্চার বিষয় বাঁকুড়ার বিষ্ণুপুরে।

বিষ্ণুপুরের বিখ্যাত লালবাঁধে যুবকের এমন কীর্তি দেখতে উপচে পড়ল ভিড়। সদানন্দ দত্ত বিষ্ণুপুর শহরের বাহাদুর গঞ্জের বাসিন্দা। শৈশব থেকেই সাঁতার কাটতে ভালবাসেন তিনি। দক্ষ সাঁতারু হিসেবে সুনামও রয়েছে এলাকায়। দীর্ঘ সময় জলে কাটাতে পছন্দ করেন বলে তাঁকে বন্ধু বান্ধব মহলে ‘পানকৌড়ি’ হিসেবেও ডাকা হয়। তাঁরই এবার নতুন বছরে অবাক কাণ্ড।

দুপুর ১২.১০ মিনিটে বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী প্রাচীন লালবাঁধের জলে ডুব দেওয়া শুরু করেন তিনি। ২০১৯ বার ডুব দিতে সময় নেন ৪৮ মিনিট। প্রায় ঘণ্টা খানেক কাছাকাছি ঠান্ডা জলে থাকতে হলেও কুছ পরোয়া নেহি! সদানন্দ জানিয়ে দেন, ‘‘আমার লক্ষ্য বিশ্বকে জয় করার।’’

অবশ্য এ বারেই প্রথম নয়। ২০১৬ সাল থেকেই বছরের প্রথম দিনে একই কাণ্ড করে আসছেন তিনি। এই নিয়ে নিজস্ব কীর্তির চতুর্থ বর্ষ পূর্ণ হল তাঁর। যার সাক্ষী হয়ে থাকলেন অগণিত মানুষ।

এবেলা

No comments:

Post a Comment

Copyright © স্বাধীন নিউজ

Canvas By: Fauzi Blog Responsive By: Muslim Blog Seo By: Habib Blog