Wednesday, January 23, 2019

নিউজিল্যান্ড সফরে দলে ফিরলেন সাব্বির-তাসকিন

সংগৃহীত
নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন পেসার তাসকিন আহমেদ ও ডানহাতি ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মান। বুধবার টাইগারদের আসন্ন নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী মাসেই ৩ ওয়ানডে এবং ৩ টেস্টের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। সিরিজের শুরুটা হবে ১৩ ফেব্রুয়ারি ওয়ানডে ম্যাচ দিয়ে।

দলে সুযোগ দিতে সাব্বিরের নিষেধাজ্ঞা একমাস কমিয়ে আনা হয়েছে। এছাড়া দলে সুযোগ পেয়েছেন তরুণ স্পিনার নাঈম হাসান।

দীর্ঘ বিরতি শেষে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। চলতি বিপিএলে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সিলেট সিক্সার্সের ডানহাতি পেসার। তাসকিন অবশ্য টেস্ট দলেও আছেন।

দলে সুযোগ পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ৬ মাস নিষিদ্ধ ঘোষিত সাব্বির রহমান। দলে সুযোগ দিতে সাব্বিরের নিষেধাজ্ঞা একমাস কমিয়ে আনা হয়েছে।

সব কিছু ঠিক থাকলে বিপিএল শেষ হবার আগে (৮ ফেব্রুয়ারি রাতে) জাতীয় দলের একটা গ্রুপ দেশ ত্যাগ করবে। যাদের দল ফাইনালে থাকবে না, তারা চলে যাবেন আগে। আর বাকিরা যাবেন ৯ ফেব্রুয়ারি।

নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দল

সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, নাঈম হাসান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, সাব্বির রহমান।

টেস্ট দল

সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, সাদমান, মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ রাহি, নাঈম হাসান, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ।

বিডি-প্রতিদিন

No comments:

Post a Comment

Copyright © স্বাধীন নিউজ

Canvas By: Fauzi Blog Responsive By: Muslim Blog Seo By: Habib Blog