![]() |
সংগৃহীত |
তবে এ নিয়ে এখনই প্রতিক্রিয়া জানাতে চায় না ড. কামাল হোসেনের দল গণফোরাম। তাদের মতে, এই নির্বাচনে ড. কামাল হোসেন নেতৃত্বের যোগ্যতার প্রমাণ দিয়েছেন।
গেলো বছরের ১৩ই অক্টোবর বিএনপি, গণফোরাম, জেএসডিসহ কয়েকটি দল নিয়ে আত্মপ্রকাশ করে জাতীয় ঐক্যফ্রন্ট। নির্বাচনকে কেন্দ্র করে সরকার-বিরোধী এই রাজনৈতিক মঞ্চের হাল ধরেন ড. কামাল হোসেন।
শুরু থেকেই জোটের নেতৃত্ব ড. কামাল হোসেনের হাতে দেয়া নিয়ে বিএনপি'র নেতাদের মধ্যে ছিলো মতবিরোধ। তবে রাজনৈতিক কৌশলগত কারণে বিষয়টি সেভাবে সামনে আনেন নি তারা।
তবে একাদশ জাতীয় নির্বাচনে ভরাডুবির পর নড়েচড়ে বসেছেন বিএনপি নেতাদের কেউ কেউ। দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের মতে, ড. কামাল হোসেনকে নেতা বানিয়ে ভুল করেছে বিএনপি।
তিনি বলেন, ‘জনগণের সাথে কোন সম্পর্ক নাই, যারা ভোটের রাজনীতি কখনো করেননি তারা এখন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ন্তারূপে কথাবার্তা বলছেন। বিএনপির মতো বড় দল যে তাদের দ্বারস্থ হয়েছে এটিকে আমি সঠিক বলে মনে করি না।’
No comments:
Post a Comment