ফেনীতে যৌন হয়রানীর দায়ে জহিরুল ইসলাম (২৬) নামের এক যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার (৫জানুয়ারি) সকালে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুন। দন্ডিত জহিরুল ইসলাম নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশীর হাট এলাকার চরফকিরা গ্রামের মৃত নুর নবীর ছেলে।
ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মামুন জানান, সকাল সাড়ে ১০ টার দিকে ফেনী শহরের শহীদুল্লা কায়সার সড়কের ওয়াপদা মাঠ সংলগ্ন স্থানে কয়েকজন যুবক কলেজ পড়ুয়া ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেন।
ভিডিওটি দেখুন
No comments:
Post a Comment