![]() |
সংগৃহীত |
জানা গেছে, গতকাল রোববার রাতে কারখানা ছুটির পর ওয়াহেদ আলী (৩০) তার স্ত্রী সালেহা বেগমকে নিয়ে রাতের খাবার শেষে এক সাথে ঘুমাতে যায়। কিছুক্ষণ পর ওয়াহেদের চিৎকারে আশপাশের লোকজন এসে দেখে ওয়াহেদের পুরুষাঙ্গ কাটা রক্ত ঝরছে। এদিকে পারিবারিক কলহের জেরে এই ঘটনার সূত্রপাত বলে এলাকাবাসী জানিয়েছে।
রক্তাক্ত মূমুর্ষ অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত সালেহাকে এলাকাবাসী আটক করে গাছের সাথে আটকে রাখে, পরে পুলিশ খবর পেয়ে সালেহাকে আটক করে থানায় নিয়ে আসে।
জানা গেছে, এনভয় ২নম্বর গেইটের শহিদ মিয়ার বাসার ভাড়াটিয়া ময়মনসিংহের নান্দাইল, গুলাবিটা রসুলপুর এলাকার অলিল মিয়ার ছেলে ওয়াহেদ আলী স্ত্রীকে নিয়ে বসবাস করে পাইওনিয়ার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করে। অভিযুক্ত সালেহা বেগম পার্শ্ববতী বাঘকান্দা গ্রামের আঃ জলিলের মেয়ে। ৪ বছর আগেপারিবারিকভাবেই তাদের বিয়ে হয়। তাদের ৩ বছর বয়সের একটি ছেলে সন্তান রয়েছে।
ভালুকা মডেল থানার ওসি ফিরুজ তালুকদার বলেন, ঘটনার পর অভিযুক্ত গৃহবধুকে পুলিশ রাতেই আটক করেছে। এ ব্যাপারে মামলা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
পিডিএসও
No comments:
Post a Comment