![]() |
ছবি- ভিডিও থেকে সংগৃহীত |
ওই ভিডিওতে দেখা যাচ্ছে আব্দুল হাই বলছেন, আপদে-বিপদে যতকিছু লাগে আমি আব্দুল হাই আছি তোদের পেছনে। আমরা কাউকে নৌকার বাইরে, এমন কোনো ভদ্রলোক নেই এ দেশে যে, নৌকার বাইরে সে কেন্দ্রে যাবে। যত শক্তিশালী হোক না কেন। আমরা কাউকে নৌকার বাইরে কেন্দ্রে যেতে দেব না। একটা কথা মনে রাখবা তোমরা- মানুষ যেখানে কম সেখানে কাজ করতে সুবিধা, মানুষ কম থাকলে খাইতেও সুবিধা ঠিক কিনা? কম মানুষ হলে খাইতে সুবিধা, বেশি মানুষ হলে খাইতে অসুবিধা।
এ জন্য আমরা চাই কেন্দ্রে কম মানুষ যাবে। তাদেরকে মেসেজ দিয়ে দিবা, তাদেরকে মেসেজ দিবা নৌকায় ভোট দিলে কেন্দ্রে যাবেন, না হলে বাড়ি বাড়ি ঘুমান আপনারা। আমরা আপনাদের ক্ষতি করব না, আপনারা আমাদের ক্ষতি করার চেষ্টা করবেন না বলে দিলাম। এই থাকবে তোমাদের কাছে আমার অনুরোধ।
মানবজমিন
মানবজমিন
No comments:
Post a Comment