![]() |
ছবি-ইন্টারনেট |
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ধানের শীষ প্রতীকের পোষ্টার ছিঁড়তে গিয়ে আব্দুল মতিন (৩৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গত রোববার রাতে উপজেলার অষ্টমণিষা ইউনিয়নের সিংগাড়ি গ্রামে ঘটনাটি ঘটে। নিহত তরুণ ওই গ্রামের মৃত ইয়াছিন খাঁর ছেলে।
এলাকাবাসী জানায়, গত শনিবার কতিপয় ব্যক্তি নৌকার পোষ্টার ছিঁড়ে ফেলে। এর পাল্টা জবাবে সিংগাড়ি-মেন্দা পাকা রাস্তার উপর ঝুলানো বিএনপি প্রার্থীর ধানের শীষ প্রতীক সম্বলিত পোস্টার ছিঁড়ে ফেলতে গত রোববার রাতে আব্দুল মতিন গাছ বেয়ে একটি খড়ের পালার উপর উঠে বসেন। এ সময় পা ফসকে নিচে পাকা রাস্তার ওপড় পড়ে গেলে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। গত সোমবার সন্ধ্যায় সেখানে তার মৃত্যু হয়। আব্দুর মতিনের বড় ভাই জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই তরুণ মাথায় আঘাত পেয়ে মৃত্যুবরণ করেছেন।
পিডিএসও
No comments:
Post a Comment