![]() |
ছবি-সংগৃহীত |
বেবি মির্জা মালিককে নিয়ে ব্যস্ত সময় পার করছেন ভারতীয় টেনিস সেনশেসন সানিয়া মির্জা। নিজের সদ্যজাত পুত্র সন্তানের নাম রেখেছেন ইজহান মির্জা মালিক। তাকে নিয়েই খুঁনসুটি আর আদরে ‘জান্নাতময়’ সময় কাটাচ্ছেন তিনি।
সম্প্রতি ছেলেকে বুকে জড়িয়ে একটি ছবি প্রকাশ করেছেন এই পাকবধূ। টুইটারে ছবিটিতে একটি ক্যাপশনও দিয়েছেন। সানিয়া লিখেছেন- ‘বাড়ি থেকে দূরে থাকাটা কঠিন হবে ভাবিনি। কাজটা কঠিন। তার চেয়ে কঠিন হলো ইজহান থেকে দূরে থাকা। এভাবেই আমি আবার ফিরে আসবো... আলহামদুলিল্লাহ।’
গত ৩০ অক্টোবর পাক ক্রিকেটার শোয়েব মালিকের ঘর আলোকিত করে জন্ম নেয় ইজহান। বিভিন্ন সিরিজের কারণে শোয়েব তার ছেলেকে কাছে না পেলেও সানিয়ার কাছ থেকেই সবটা আদর পাচ্ছে ইজহান। সানিয়াও ছেলেকে নিয়ে খুঁনসুটি দিন পার করছেন। ফেসবুক কিংবা টুইটারে তাদের ছবি সে কথারই জানান দেয়।
No comments:
Post a Comment