Thursday, December 27, 2018

মাশরাফির নির্বাচনী প্রচারে পুলিশ কর্মকর্তার ইন্তেকাল

- ছবি : সংগৃহীত
নড়াইল-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার গণসংযোগের সময় গাড়িবহরে দায়িত্বরত ডিবি পুলিশের এএসআই মনিরুজ্জামান মনির (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মোহাইমিন জিসান তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে লোহাগড়ার দেবী এলাকায় মাশরাফির গাড়িবহরে থাকা অবস্থায় এএসআই মনির হৃদরোগে আক্রান্ত হন। এ ঘটনায় হাসপাতালে এসে কান্নায় ভেঙ্গে পড়েন মাশরাফি বিন মর্তুজাসহ গাড়িবহরে থাকা দলীয় নেতাকর্মী, সমর্থক ও পুলিশের অন্য সদস্যরা। এরপর গণসংযোগ সংক্ষিপ্ত করেন মাশরাফি।

এদিকে এএসআই মনিরের সহকর্মীরা জানান, নড়াইল সদর থানা থেকে প্রায় দুইমাস আগে জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) যোগদান করেন মনির। তার বাড়ি যশোরের বাঘারপাড়াতে। মনিরের তানহা (৮) নামে এক সন্তান রয়েছে। আর আগামি ৫ জানুয়ারি ২০১৯ তার দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল। তার আগেই মারা গেলেন এএসআই মনির। আগত সন্তানের মুখ আর দেখা হলো না তার।

নয়াদিগন্ত


No comments:

Post a Comment

Copyright © স্বাধীন নিউজ

Canvas By: Fauzi Blog Responsive By: Muslim Blog Seo By: Habib Blog