Thursday, December 20, 2018

বাংলাদেশে ছয়টি একাউন্ট বন্ধ করেছে ফেসবুক

ছবি-সংগৃহীত
নির্বাচনের আগে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর জন্য চিহ্নিত করে বাংলাদেশ থেকে খোলা নয়টি পাতা ও ছয়টি একাউন্ট বন্ধ করে দিয়েছে ফেইসবুক।

বন্ধ করা এই পাতাগুলোর মধ্যে প্রতিষ্ঠিত কয়েকটি গণমাধ্যমের নামের মতো করে তৈরি করা ভুয়া পাতাও রয়েছে। ফেইসবুক বিবিসি বাংলার নামের আদলে খোলা ভুয়া একটি পাতাও বন্ধ করেছে।

ইন্টারনেটে নিরাপত্তা হুমকি মোকাবেলায় কাজ করে আসা গ্রাফিকা নামে একটি কোম্পানিকে দিয়ে তদন্ত করিয়ে বাংলাদেশি ১৫টি পাতা ও একাউন্ট বন্ধ করা হয় বলে বৃহস্পতিবার ফেইসবুক জানিয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে, তার আগে ইন্টারনেটে নানা ধরনের তথ্য ছড়ানো হচ্ছে বলে সরকার ও বিরোধী উভয় শিবির থেকে অভিযোগ করা হচ্ছিল।

ফেইসবুক কর্তৃপক্ষ বলেছে, যে নয়টি পাতা ও একাউন্ট বন্ধ করা হয়েছে, সেগুলোতে বাংলাদেশের ‘সরকারের পক্ষে’ এবং ‘বিরোধী দলের বিপক্ষে’ ভুয়া তথ্য ছড়ানো হচ্ছিল।

ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমাদের তদন্ত ইঙ্গিত করছে যে এর সাথে যে সব ব্যক্তি জড়িত, তাদের সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা রয়েছে।’

নয়াদিগন্ত


No comments:

Post a Comment

Copyright © স্বাধীন নিউজ

Canvas By: Fauzi Blog Responsive By: Muslim Blog Seo By: Habib Blog