Sunday, December 30, 2018

ঐক্যফ্রন্টের ফলাফল প্রত্যাখ্যান, পুন:নির্বাচনের দাবি

ফাইল ফটো
পুরো নির্বাচনকে প্রত্যাখানের ঘোষণা দিল ঐক্যফ্রন্ট। তারা নির্বাচন কমিশনের কাছে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছে। রাতে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিল ঐক্যফ্রন্ট।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া ফলাফল প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

রোববার রাজধানীর বেইলি রোডের বাসায় রাত ৮টার পর এক সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন এ কথা বলেন। একই সঙ্গে ড. কামাল পুন:নির্বাচনের দাবি জানান।

ঐক্যফ্রন্টের অপর নেতা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ২০১৪ নির্বাচন বর্জন ভুল ছিল না তা এই ২০১৮ নির্বাচনে প্রমাণ হয়েছে। দলীয় সরকারের অধীনে কখনই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। চলছে ভোট গণনা। রবিবার সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়।

সংগৃহীত

No comments:

Post a Comment

Copyright © স্বাধীন নিউজ

Canvas By: Fauzi Blog Responsive By: Muslim Blog Seo By: Habib Blog