![]() |
বৈভব কেসরকর। ছবি: সংগৃহীত |
গেল রবিবারের ঘটনা। ক্রিকেট প্রতিযোগিতায় দলকে যে জেতাতেই হবে। বুকের ব্যথাটাও তাই তুচ্ছ মনে হয়েছিল ২৪ বছর বয়সী বৈভবের কাছে। কিন্তু খেলতে খেলতেই তরুণ এই ক্রিকেটারের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্যাটিং করার সময় হঠাৎ করে মাঠে লুটিয়ে পড়েন বৈভব। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু সেখানে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।
এ নিয়ে মুম্বাইয়ে দ্বিতীয়বারের মতো মাঠে ক্রিকেটারের মৃত্যুর ঘটনা ঘটল। হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠে মৃত্যুর ঘটনা এর আগেও ঘটেছে সেখানে। তবে সেটা ক্রিকেট খেলতে গিয়ে নয়।
এর আগে সৌম্য বিদ্যাবিহার কলেজের এক ছাত্রের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাঠেই প্রাণ হারানোর ঘটনা ঘটেছে।
প্রিয়.কম
No comments:
Post a Comment