Friday, December 14, 2018

নির্বাচনের আগেই কর্মী-সমর্থকদের এলাকা ছাড়ার হুমকি ওসি প্রদীপের

সংবাদ সম্মেলনে কথা বলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী -নয়াদিগন্ত
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপি মনোনীত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেছেন, নির্বাচনী কাজে মারাত্মক বাধার সম্মুখীন হচ্ছেন ধানের শীষের নেতাকর্মীরা। তিনি অভিযোগ করেন, টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ ধানের শীষের কর্মীদের নির্বাচনের আগে এক মাস এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার হুমকি দিচ্ছে। না হলে নেতাকর্মীদের বেছে বেছে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলার কথা বলে বেড়াচ্ছে।

শুক্রবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শাহজাহান চৌধুরী এ অভিযোগ করেন।

তিনি বলেন, নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকে বিএনপির নেতাকর্মীদের বাসাবাড়িতে গিয়ে তল্লাশি ও হয়রানী করছে পুলিশ। নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। প্রচারণার কাজ থেকে ধানের শীষের সমর্থকদের আটক করে নিয়ে যাচ্ছে। তফশিলের পর থেকে এ পর্যন্ত ৬০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

শাহজাহান চৌধুরী দুঃখ করে বলেন, এত কিছু করার কি দরকার? আমাদের নির্বাচন না করতে বললে তো হয়ে যেতো। অনর্থক নিরীহ মানুষদের হয়রানী করা হচ্ছে কেন? ওসি প্রদীপ কুমার দাশ অতি উৎসাহী হয়ে এসব করছে। তাকে প্রত্যাহার করলে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়ে আসবে।

বিএনপি প্রার্থীর অভিযোগ, ওসি প্রদীপ প্রশাসনের পোশাক পরে সরকারি দলের ভূমিকা পালন করছে। নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে প্রতিদিন হুমকি দিচ্ছে। তার কারণে নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে। পাশাপাশি ওসি প্রদীপের কারণে টেকনাফের দিকে নির্বাচনী প্রচারণা চালাতে যাওয়াও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, অ্যাডভোটেক আবদুল মন্নান, এম মোকতার আহমদ, ছৈয়দ আহমদ উজ্জল, রাশেদুল করিম মার্কিন, মোকতার আহমদ প্রমুখ।

নয়ািদিগন্ত

No comments:

Post a Comment

Copyright © স্বাধীন নিউজ

Canvas By: Fauzi Blog Responsive By: Muslim Blog Seo By: Habib Blog