Monday, December 10, 2018

আসল পুলিশের জালে নকল পুলিশ

পুলিশের জালে নকল পুলিশ। চিত্র-এবেলো
পুলিশ পরিচয় দিয়ে উচ্চবিদ্যালয়ের কম্পিউটার হাতাতে গিয়ে ধরা পড়ল এক প্রতারক৷ সেই সঙ্গে ‘পুলিশ’ লেখা একটি বোলেরো গাড়ি-সহ আটক করা হয়েছে গাড়ির চালককেও৷ ঘটনাটি সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত ময়নাপাড়া জুনিয়র উচ্চবিদ্যালয়ে ঘটেছে৷ বিদ্যালয়ের শিক্ষকদের সন্দেহ হওয়াতে তাকে হাতেনাতে ধরে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে৷

গত কয়েক বছর আগে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষন দেওয়ার প্রস্তাব দিয়ে কম্পিউটার প্রদান করেছিল ‘শিক্ষা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা৷ পরে বিতর্কিত সেই কোম্পানি বিভিন্ন ক্ষেত্রে আইনি জটিলতায় ফেঁসে সরে গিয়েছে৷ বিদ্যালয়গুলিকেও শিক্ষা দফতর থেকে সেই কম্পিউটার না নেওয়া ও ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷

বেলদা থানার ময়নাপাড়া জুনিয়র উচ্চবিদ্যালয়ে এমন তিনটি কম্পিউটার দেওয়া হয়েছিল৷ বিতর্কের কারণে সেই কম্পিউটারগুলি বন্ধ করে রাখা হয়েছিল৷ সোমবার দুপুরে সেই বিদ্যালয়ে একটি ‘পুলিশ’ স্টিকার লাগানো বোলেরো গাড়িতে করে এক যুবক আসে৷ নিজেকে পুলিশ পরিচয় দিয়ে সে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানায়, “শিক্ষার কম্পিউটারগুলি বাজেয়াপ্ত করতে নির্দেশ এসেছে৷ সুতরাং সেগুলি দিন৷”

বিদ্যালয়ের শিক্ষকরা সেই কথা শুনে কম্পিউটারগুলি প্যাকিং করে গাড়িতে তুলে দেন৷ এর পরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুভাশিস সামন্ত সেগুলির রিসিভ কপি দাবি করেন৷ সেখানে ওই যুবক কোনও কপি দিতে পারেনি৷ তখনই সন্দেহ হয় শিক্ষকদের৷ বিভিন্ন প্রশ্ন করা হয় যুবকটিকে৷ তাতে অসংলগ্নতা ধরা পড়তেই বেলদা থানার পুলিশকে খবর দেওয়া হয়৷ ততক্ষনে গাড়ির চালককে ইশারা করে যুবকটি পালাতে চেষ্টা করে৷ শিক্ষকরা দৌড়ে গিয়ে তখন গাড়িটিকে আটক করেন৷ পুলিশ এসে ওই যুবককে জেরা করে বুঝতে পারে সে প্রতারক৷

পুলিশের কাছে ধৃত জানায়, আসলে ‘শিক্ষা’ সংস্থায় সে মোটা টাকা পায়৷ সেই টাকা না পাওয়ায় এই পদ্ধতিতে তাদের কোম্পানির কম্পিউটার হাতানোর চেষ্টা করেছিল৷ পুলিশ ওই যুবক সহ গাড়ির চালককে আটক করেছে৷ পুলিশ ওই যুবকের প্রকৃত পরিচয় ও ঠিকানা জানার চেষ্টা করছে বলে জানিয়েছে৷

এবেলা

No comments:

Post a Comment

Copyright © স্বাধীন নিউজ

Canvas By: Fauzi Blog Responsive By: Muslim Blog Seo By: Habib Blog