![]() |
ছবি-ইন্টারনেট |
রবিবার মালয়ালম অভিনেত্রী অস্বথি বাবু মাদক পাচার করতে গিয়ে গ্রেফতার হয়েছেন৷ অস্বথি বাবুকে থ্রিক্কাক্করা থানায় রাখা হয়েছে৷ থানা থেকে জানানো হয়েছে, “অস্বথি তাঁর বাড়ির কাছে মাদক পাচার করতে গিয়ে ধরা পড়েছেন৷”
ড্রাগটির নাম MDMA. জানা গিয়েছে এটি এক ধরণের সিনথেটিক ড্রাগ৷ অস্বথি তিরুঅন্তপুরমের বাসিন্দা৷ বেশ কয়েকটি মালয়ালম ছবিতে কাজ করেছেন অভিনেত্রী৷
এছাড়া টেলিভিশনেও কাজ করেছেন৷ মাদক পাচারের সময় অস্বথি একা ছিলেন না৷ অভিনেত্রীর সঙ্গে তাঁর ড্রাইভারও ছিল৷ দু’জনকেই গ্রেফতার করা হয়েছে৷
কলকাতা ২৪x৭
No comments:
Post a Comment