Saturday, December 8, 2018

দোকানের জন্য চোর লাগবে, বেতন ঘন্টায় ৫ হাজার টাকা


চুরি রুখতেই দরকার চোরের! কাপড়ের দোকানের মালকিন তাই নিজের দোকানের জন্যই চোর চেয়ে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে ফেলেছেন।

‘অডিটি সেন্ট্রাল’ ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নিজের নাম প্রকাশ করতে না চাইলেও সেই মহিলা বার্ক.কম নামে কাজের একটি সাইটে বিজ্ঞাপন দিয়েছেন।

বিজ্ঞাপনে লেখা, চোরকে এসে তাঁর দোকানে চুরি করতে হবে। প্রতি ঘণ্টার জন্য পারিশ্রমিক পঞ্চাশ পাউন্ড। ভারতীয় মূল্যে তার পরিমাণ সাড়ে চার হাজার টাকার বেশি।

শুধু তাই নয়। চোর যা জিনিস চুরি করবে, তার থেকে তিনটি জামাকাপড় সে রাখতেও পারবে।

এই বিষয়ে অন্যান্য খবর চুরি করে ক্ষমা ভিক্ষার মেল, ভাইরাল হলো সহৃদয় চোরের কীর্তি ফেরত দেওয়ার চিঠি লিখে চুরি! রাজ্যে খোঁজ নয়া তস্করের একবার নয়, কয়েক সপ্তাহের মধ্যে বেশ কয়েক বার চোরকে আসতে হবে এই মহিলার স্টোরে। তার পরে সেই চোরকে একটি রিপোর্টও দিতে হবে। সেই রিপোর্টে লিখতে হবে চোরটি কীভাবে এবং কতগুলি জিনিস চুরি করেছে।

তিনি যে মজা করার জন্য এই বিজ্ঞাপন দেননি, তা বোঝানোর জন্য এই মহিলা এমন আজব কাণ্ডের ব্যাখ্যাও দিয়েছেন সেই বিজ্ঞাপনে।

তিনি জানিয়েছেন, তিনি বহু বছর ধরেই উৎসবের মরসুমে বিপদের মুখে পড়ছেন। কারণ এই সময়েই তাঁর দোকানে চুরির হার বেড়ে যায়। এ বছর তিনি আর কোনও ঝুঁকি নিতে চান না।

‘‘আমার একজন পেশাদারকে চাই যে আমার স্টোরের নিরাপত্তার ফাঁকফোকরগুলি বের করে দেবে। চুরি করলেই সেগুলি বোঝা যাবে,’’ লেখেন ওই মহিলা।

‘‘২০১৩ সালে আমি দোকান খুলেছি। তার পরে ক্রিসমাসের সময়তেই চুরির হার এত বেড়ে যায় যে, আমার খুব লোকসান হয়,’’ তিনি লেখেন।

পেশাদার চোরের সাহায্যে তিনি বুঝতে পারবেন কীভাবে চুরি হয় তাঁর দোকানে চুরি হয়। তিনি অনেক নিরাপত্তার ব্যবস্থা করেও চুরি রুখতে পারেননি এতদিন।

এই বিজ্ঞাপন ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে।

এবেলা

No comments:

Post a Comment

Copyright © স্বাধীন নিউজ

Canvas By: Fauzi Blog Responsive By: Muslim Blog Seo By: Habib Blog