Saturday, December 15, 2018

ধানের শীষ বলায় রক্ষা পায়নি জহির পাগলা

ধানের শীষ বলায় রক্ষা পায়নি জহির পাগলা - ছবি : সংগৃহীত
এলাকার সবাই এক নামে চিনে জহির পাগলাকে। পেলে খায়, নয়তো সে উপোস থাকে। ধানের শীষের প্রার্থী ড. জালাল শনিবার চাঁদপুর- ২ আসনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। খবর পেয়ে অন্যদের সাথে জহির পাগলা ছুটে যান। বেলা ১টায় ড.জালাল তার মরহুম পিতা-মাতার কবর জিয়ারত করতে লুধুয়া কবরস্থানে যান।

তখনই অতর্কিতে হামলা করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকমীরা। জহির পাগলা স্বভাব সুলভভাবে 'ধানের শীষ, ধানের শীষ ' শ্লোগান দিতে থাকেন। আর যায় কই, লাঠি দিয়ে সজোরে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়া হয় জহির পাগলার।

ভাংচুর করা হয় কয়েকটি গাড়ি। আহত হয় বিএনপির অন্তত ১০জন নেতাকর্মী।

পরে পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ভাংচুর করা হয় কয়েকটি গাড়ি। আহত হয় বিএনপির অন্তত ১০ নেতাকর্মী।

নয়াদিগন্ত

No comments:

Post a Comment

Copyright © স্বাধীন নিউজ

Canvas By: Fauzi Blog Responsive By: Muslim Blog Seo By: Habib Blog