![]() |
ছবি-ইন্টারনেট |
এদিকে প্রার্থীর হলফনামায় উল্লিখিত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, আওয়ামী লীগ ও বিএনপির তিন প্রার্থীর মধ্যে সবচেয়ে ‘গরিব’ জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এদিকে একই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক জজ রেজাউল করিম খান চুন্নু।
এদিকে বেতন ভাতা বাবদ সৈয়দ আশরাফের বাষিক আয় ১২ লাখ ৬০ হাজার টাকা। নিরাপত্তা জামানতের সুদ ৯৭ হাজার টাকাসহ। সব মিলিয়ে তাঁর বাৎসরিক আয় ১৩ লাখ ৫৭ হাজার টাকা। ঢাকার গুলশানে তাঁর একটি বাড়ির মূল্য প্রায় ৫৯ লাখ টাকা।
তাছাড়া তার ব্যক্তিগত গাড়ির দাম প্রায় ৫৮ লাখ টাকা। সব মিলিয়ে সৈয়দ আশরাফের মোট সম্পত্তির পরিমাণ ২ কোটি ২৪ লাখ টাকা। জানা গেছে গত বছরের তুলনায় আয় বেড়েছে ১৪ হাজার ৬৭৮ টাকা।
No comments:
Post a Comment