Friday, December 14, 2018

সৌদি আরব আমাদের খুব ভালো বন্ধু: ট্রাম্প

ছবি-ইন্টারনেট
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র রিপোর্ট এবং সিনেটের বিরোধিতা সত্ত্বেও তিনি সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের পাশে রয়েছেন। সিআইএ’র সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে- জামাল খাশোগি হত্যার জন্য সৌদি যুবরাজ নিজেই নির্দেশ দিয়েছেন।

ওভাল অফিস থেকে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বিন সালমান সৌদি আরবের নেতা। তারা আমাদের খুব ভলো বন্ধু। তবে খাশোগি হত্যার ঘটনায় সৌদি যুবরাজের সমর্থন ছিল কিনা- ট্রাম্প তা বলতে চান নি। এর পরিবর্তে বার বার তিনি তেলসমৃদ্ধ সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করেছেন।

বার্তা সংস্থা রয়টার্স ট্রাম্পের কাছে জানতে চায়- সৌদি আরবকে সমর্থন করার অর্থ উচ্চাভিলাষি যুবরাজকে সমর্থন করা নয় কি? জবাবে ট্রাম্প কোনো রাখঢাক না করেই বলেন, বর্তমানে অবশ্যই তাই।

খাশোগি হত্যার ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন সিনেটের ব্যাপক চাপের মুখে রয়েছেন। নিজের দলের সিনেটররাও সৌদি যুবরাজকে অন্ধভাবে সমর্থন না করার জন্য ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন।

মানবকণ্ঠ

No comments:

Post a Comment

Copyright © স্বাধীন নিউজ

Canvas By: Fauzi Blog Responsive By: Muslim Blog Seo By: Habib Blog