সিয়াচেনে ভারতীয় সেনাদের উচ্ছ্বাস। ছবি: ইউটিউব থেকে |
পাক সেনাকে পর্যুদস্ত করতে তাঁরা জেগে রয়েছেন হিমাঙ্কের অনেক নীচে। সিয়াচেন হিমবাহে সদাজাগরুক ভারতীয় সেনা সম্পর্কে এটা আসমুদ্রহিমাচল জানে। কিন্তু পাক সুরেই যদি নেচে ফেলে ভারতীয় সেনা?
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও। তাতে দেখা যাচ্ছে, সিয়াচেন অঞ্চলের এক বরফে ঢাকা এলাকায় ব্যস্ত রয়েছেন ভারতীয় সেনার কয়েকজন। তাঁরা সেখানে বরফ সরাতে সরাতে একটু হালকা মেজাজেই একটি গানের তালে নাচছেন। গানটি জনপ্রিয় পাক গায়ক হাসান জাহাঙ্গিরের ঝড় তোলা হিট ‘হাওয়া হাওয়া’।
হিমাঙ্কের নীচে, বরফের মধ্যে দাঁড়িয়ে এতটা প্রাণোচ্ছ্বল থাকা সত্যিই একটা বড় ব্যাপার। সাহসী ভারতীয় সেনা সেই দুঃসহ আবহাওয়াতেও রয়েছে অসম্ভব সতেজ।
কিন্তু পাক সঙ্গীতে এই নাচানাচিকে ঘিরে কিছু লঘু মন্তব্য যে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে না, এমন নয়। তবে সঙ্গীতের জগতে, আনন্দের ভুবনে যে দেশ-কাল-কাঁটাতার কাজ করে না, এই ভিডিও তারও প্রমাণ।
ভিডিও দেখুন
প্রসঙ্গত, হাসান জাহাঙ্গিরের এই গানটি পরে বলিউডেও ব্যবহৃত হয়েছে। ২০১৭ সালে অর্জুন কপূর, ইলিয়ানা ডিক্রুজ অভিনীত ‘মুবারকন’ ছবিতে এই গানটিকে আবার শোনা গিয়েছিল। সে বার গানটি গেয়েছিলেন মিকা সিংহ ও প্রকৃতি কাকর। কিন্তু সেই গান হাসান জাহাঙ্গিরের অরিজিন্যালের আবেদনকে ছুঁতেও পারেনি বলেই মনে করেন রসিকজন। এখানে অবশ্য সেনারা নেচেছেন অরিজিনালের সঙ্গেই।
এবেলা
প্রসঙ্গত, হাসান জাহাঙ্গিরের এই গানটি পরে বলিউডেও ব্যবহৃত হয়েছে। ২০১৭ সালে অর্জুন কপূর, ইলিয়ানা ডিক্রুজ অভিনীত ‘মুবারকন’ ছবিতে এই গানটিকে আবার শোনা গিয়েছিল। সে বার গানটি গেয়েছিলেন মিকা সিংহ ও প্রকৃতি কাকর। কিন্তু সেই গান হাসান জাহাঙ্গিরের অরিজিন্যালের আবেদনকে ছুঁতেও পারেনি বলেই মনে করেন রসিকজন। এখানে অবশ্য সেনারা নেচেছেন অরিজিনালের সঙ্গেই।
এবেলা
No comments:
Post a Comment