![]() |
হিরো আলম এবং সিফাত উল্লাহ |
আগামী নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম। বাছাইয়ে মনোনয়ন বাতিল হলেও শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশনায় প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি। শুধু লড়াই নয়, নির্বাচনে বিপুল ভোটে জয়ের ব্যাপারেও আশাবাদী।
হিরো আলমের নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে শুরু থেকেই চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এবার তার পক্ষে সমর্থন জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সিফাত উল্লাহ ওরফে সেফুদা।
বৃহস্পতিবার দিবাগত রাতে ফেসবুক লাইভে এসে সেফুদা বলেন, আমি চাই হিরো আলম সংসদে যাক। কেউ যেন এই কাজে বাঁধা না দেয়। যত রকম জটিলতা যারা করবেন তাদের চিহ্নিত করে রাখা হবে। ইউএনও থেকে শুরু করে টপ লেভেলের যেই হোক না কেন জনগণ তাদের বিচার করবে। তবে বুলেটের মাধ্যমে নয়, ব্যালটের মাধ্যমে।
No comments:
Post a Comment