Tuesday, December 11, 2018

খদ্দেরের অর্ডার নিজেই খাচ্ছে ডেলিভারি বয়, দেখুন ভাইরাল ভিডিও

এই দৃশ্যে স্তম্ভিত ভোক্তারা। ছবি: টুইটার থেকে
অনলাইনে খাবারের অর্ডার দিয়ে নিশ্চিন্ত মনে অপেক্ষা। তার পরে তা ডেলিভারি হলে গরমাগরম সেবন। জীবন এখন অনেক বেশি সহজ আর সতেজ অ্যাপ ও পরিষেবার দৈলতে। কিন্তু সেই পরিষেবা কতটা ‘বিশুদ্ধ’, এই প্রশ্ন সামনে নিয়ে এল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এই ভিডিও-য় জনপ্রিয় ফুড ডেলিভারি সার্ভিস ‘জোম্যাটো’-র এক ডেলিভারি বয়-কে দেখা যাচ্ছে, অর্ডার করা খাবারের প্যাকেট খুলে খেতে এবং তার পরে সেই প্যাকেট আবার যথাস্থানে রেখে দিতে।

টুইটারে এই ভিডিও প্রথমে পোস্ট হয়। তার পরে তা ক্রমেই ভাইরাল হতে শুরু করে। নেটিজেনরা প্রশ্ন তুলতে থাকেন খাবারের নিরাপত্তা নিয়ে। সংশ্লিষ্ট ভিডিও-য় ডেলিভারি বয়কে একাধিক প্যাকেট থেকে খাবার খেতে দেখা গিয়েছে। অনেকেই এ কথা বলছেন যে, এই কাণ্ডটি প্রায়শই ঘটিয়ে থাকেন ওই ব্যক্তি। এমতাবস্থায় প্রশ্নের মুখে পড়ছে ‘জোম্যাটো’।



এবেলা

No comments:

Post a Comment

Copyright © স্বাধীন নিউজ

Canvas By: Fauzi Blog Responsive By: Muslim Blog Seo By: Habib Blog