Tuesday, December 11, 2018

কানাডাকে কড়া হুঁশিয়ারি চীনের

ছবি-ইন্টারনেট
টেলিকম প্রতিষ্ঠান হুয়াওয়ের ডেপুটি চেয়ারম্যান মেং ওয়ানঝৌকে গ্রেফতারে কানাডাকে কড়া হুঁশিয়ারি চীনের। চীনের পররাষ্ট্র মন্ত্রী কানাডার এমন কর্মকাণ্ডকে ‘বে-আইনী’ ও ‘ঘৃণিত’ কাজ বলে উল্লেখ করেছেন বলে সিএএনের খবরে বলা হয়েছে।

রোববার এক বিবৃতিতে হুয়াওয়ের ডেপুটি চেয়ারম্যান গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানায় জানায় চীন। সেই সঙ্গে এর কড়া প্রতিবাদ করে দেশটি। এছাড়াও মেং-কে আইনের আওতায় আনা হোক নতুবা তাকে শিগগিরই মুক্তি দেয়ার জন্য বলা হয়।

এমন ঘটনা চীনা নাগরিকদের মৌলিক অধিকারকে খর্ব করেছে। এটি বে-আইনী, নিষ্ঠুর ও জঘন্য কাজ বিবৃতিতে জানায় চীন।

গত ১ ডিসেম্বর মেং ওয়াঝৌকে গ্রেফতার করা হয়েছে। বুধবার এক বিবৃতিতে কানাডার বিচার মন্ত্রী জানান, ‍হুয়াওয়ের ডেপুটি প্রধান মেং কে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্র তাকে হস্তান্তরের দাবি করেছে।

গ্রেফতারের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ইরানের উপর অবরোধের শর্ত লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত করছে যুক্তরাষ্ট্র।

মানবকণ্ঠ/এএম

No comments:

Post a Comment

Copyright © স্বাধীন নিউজ

Canvas By: Fauzi Blog Responsive By: Muslim Blog Seo By: Habib Blog